বরিশাল ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বরিশালে করোনা সংক্রমন রোধে প্রশাসন আরো কঠোর অবস্থান গ্রহন করেছে। আজ থেকে সকল প্রকার যানবাহন, এক এলাকার মানুষ অন্য এলাকায় হাটবাজার করাসহ বেশ কিছু নির্দেশনা জারি করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ( বিএমপি)।
বি এম পি কমিশনার কর্তৃক জারি করা ঐ নিদেশনায় বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক মরণঘাতী করোনা পরিস্থিতি বিবেচনায় নগরীতে যে-কোন ধরণের যানবাহন চলাচল (কিছু ব্যতিক্রম) এ নিষেধাজ্ঞা আরোপ করেছে বিএমপি। একই সাথে এক এলাকা থেকে অন্য এলাকায় যাতায়াত এমনকি অন্য এলাকায় বাজার করাও চলবে না, সবাই নিজ নিজ এলাকায় অবস্থান করবেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। আইন অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।