বরিশাল ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শ্রীনগরে অবস্থিত কাশ্মীর ইউনিভার্সিটিতে সন্ত্রাসীদের গ্রেনেড হামলায় কয়েকজন আহত হয়েছেন।মঙ্গলবার (২৬ নভেম্বর) এ ঘটনা ঘটেছে বলে জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরের দিকে কাশ্মীর ইউনিভার্সিটির স্যার সৈয়দ গেটে সন্ত্রাসীরা গ্রেনেড হামলা চালায়। এতে কয়েকজন আহত হয়েছেন। তবে আহতদের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি।
একদিন আগে এক বিবৃতিতে কাশ্মীর উপত্যকার ‘এনকাউন্টার জোন’গুলোতে ছড়িয়ে ছিটিয়ে থাকা গোলাবারুদ বিস্ফোরণের ঝুঁকি থাকায় সেখানে যেতে নিষেধ করে জম্মু-কাশ্মীর পুলিশ।