ভান্ডারিয়া( পিরোজপুর ) সংবাদদাতা।। দেশে চলমান করোনা ভাইরাস সংক্রমণের তীব্রতা ক্রমশ বেড়ে চলছে,কিন্তু ভান্ডারিয়া উপজেলায় এখনো পর্যন্ত সরকারিভাবে কেহ সনাক্ত বা আক্রন্ত হয়নি, সাধারণ মানুষ লকডাউনের মধ্যে এক রকম বন্দী জীবন অতিবাহিত করছে, কিন্তু কতিপয় অতিউৎসাহী তরুণ রাস্তাঘাট বেড়া দিয়ে বন্ধ করে দিচ্ছে। উপজেলার ধাওয়া ইউনিয়নের পশারী বুনিয়া বিনাপানি বাজার সংলগ্ন অতি গুরুত্বপূর্ণএকটি ব্রিজ বন্ধ করে দিয়েছে। দুটি রাস্তার যোগাযোগের লিংক হিসেবে সাম্প্রতিক গার্ডার ব্রিজটি স্হানীয় সরকার প্রকৌশল বিভাগ নির্মান করে।
এভাবে রাস্তায় স্হায়ী প্রতিবন্ধতা সৃষ্টির কারনে, যে কোন রোগীর চিকিৎসকের পরামর্শের প্রয়োজন হলে কিংবা ডাক্তারের কাছে যেতে হলে কোন যানবাহন পার হতে পারবেনা এই ব্রিজ থেকে। উপজেলার পথে প্রন্তরে বিভিন্ন স্হানে স্হায়ী নিরাপত্তা বেষ্টনী দিয়ে রাস্তা ব্লক করে দেয়া হয়েছে। অভিজ্ঞ মহলের সাথে আলাপ করলে তারা জানান,
প্রশাসনের বিষয়টির দিকে নজর না দিলে যে কোন সময় যে কোন অসুস্থ রোগীর চিকিৎসায় বড় ধরনের সমস্যা হতে পারে।