বরিশাল ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
Exif_JPEG_420
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,১৩এপ্রিল।। পটুয়াখালীর কলাপাড়ায় রোগীদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, সাবান, মাস্ক ও হ্যান্ড গ্লোভস বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তিকৃত ও আউটডোরের রোগীদের হাতে এসব সরঞ্জাম দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার, উপজেলা সমাজসেবা অফিসার জনাব মো.মিজানুর রহমান সহ গণমাধ্যম কর্মীরা। উপজেলা সমাজসেবা অফিস সূত্রে জানা গেছে, উপজেলা রোগী কল্যাণ সমিতির অর্থায়নে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আওতায় ৮০ জন দুস্থ ও অসহায় রোগীকে এসব সহায়তা দেয়া হয়েছে।
উপজেলা সমাজসেবা অফিসার,কলাপাড়া জানান, করোনা সংক্রমণ প্রতিরোধ, স্বাস্থ্য ঝুঁকি থেকে রক্ষা ও জনসচেতনতায় দুস্থ-অসহায় রোগীদেরকে এসব সহায়তা দেয়া হয়েছে। পরবর্তীতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে এ কর্মকর্তা জানিয়েছেন।