বরিশাল ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
dav
পটুয়াখালী প্রতিনিধিঃ প্রানঘাতী করোনা ভাইরাস সংক্রমন বিস্তার রোধে সামাজিক দুরত্ব রক্ষায় কর্মহীন হওয়া দুঃস্থ অসহায় মানুষের সামাজিক খাদ্য নিরাপত্তার আওতায় পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের ৮ বীরঙ্গনা রমনীর ঘরে খাদ্য সহায়তা পৌছে দিয়ে মতাময়ীর কাজ করলেন সদর উপজেলার নির্বাহী অফিসার লতিফা জান্নাতী।
১৩ এপ্রিল সোমবার সকাল ৮টায় বীরঙ্গনা পরিবারের সদস্য মোঃ দেলোয়ার হোসেন ও আনসার মিয়ার কাছে চাল, ডাল,তেল,আলুসহ খাদ্য সামগ্রীর ৮ টি প্যাকেট হস্তান্তর করেন সদর উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতী। ত্রান প্রাপ্ত ৮ বীরঙ্গনা হলেন রিজিয়া বেগম, ছয়তুনেছা আনোয়ারা বেগম, মনোয়ারা খাতুন, ফুল বরু, হাজেরা বেগম, জাসিলা বেগম ও মোসাঃ মনোয়ারা খাতুন। এ ত্রান সামগ্রী পেয়ে তারা খুব খুশি হন এবং উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।