বরিশাল ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে / একের পর এক কেরোনা রোগে আক্রান্ত হচ্ছে বরিশালের মানুষ। রোববার ২ জন, আজ চারজনের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। বিকালে গৌরনদীর এক বৃদ্ধার করোনা পজেটিভ আসার পর রাতেই আরও তিনজনের দেহে করোনা ভাইরাস মিলেছে। বাবুগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্স, চতুর্থ শ্রেণির এক কর্মচারী ও স্থানীয় এক নারীর নমুনা পরীক্ষা করে সোমবার তাদের শরীরে এই ভাইরাসের অস্থিত্ব পাওয়া যায়। সোমবার রাত সাড়ে ৮ টার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুভাষ সরকার। এনিয়ে বরিশালে মারণঘাতী এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৬ জনে।