বরিশাল ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শামীম আহমেদ ॥ করোনার প্রভাবে যখন বন্ধ হয়ে গেছে পহেলা বৈশাখের সব অনুষ্ঠান, ঠিক তেমনি সময়ে বরিশাল নগরীর গরীর মানুষের জন্য ইলিশ, মুড়ি, জিলাপীর পাশাপাশি অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী দিচ্ছে বাসদ। সংগঠনের মানবতার বাজার থেকে গতকাল মঙ্গলবার ১লা বৈশাখে এমন কর্মসূচি নেওয়া হয়েছে।
এর আগে গত ১৩ এপ্রিল মানবতার বাজার থেকে চাল, ডাল, শাক, সবজী, ওষুধসহ ১৭টি আইটেম দিচ্ছে নিয়মিত শতাধিক পরিবারের মধ্যে। বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী বলেন, এবারের পহেলা বৈশাখে কারো মনে আনন্দ নেই। তারপরও এই দিনটিতে দুঃস্থ মানুষদের জন্য ইলিশ, মুড়ি আর জিলাপী এই তিন আইটেম যুক্ত করেছেন নব বর্ষের বার্তা পেঁছে দেয়ার জন্য।