বরিশাল ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
দি বরিশাল ডেস্ক॥ বরগুনা জেনারেল হাসপাতালে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইয়ে থাকা এক ব্যক্তির (৩৮) দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সোহরাব হোসেন সন্ধায় আইইডিসিআর থেকে রিপোর্ট পেয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানান, তাৎক্ষণিকভাবে লেমুয়া খাজুরা গ্রামে একটি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। চিকিৎসকদের মতামত পেলে প্রয়োজনে লকডাউনের এলাকা বাড়ানো হবে। এই ব্যক্তির বাড়ি বরগুনার ঢলুয়া ইউনিয়নের লেমুয়া খাজুরা গ্রামে। তিনি নারায়ণগঞ্জে গার্মেন্টসে চাকুরি করেন।
১০ মার্চ বরগুনা এসে অসুস্থ হয়ে পড়লে ১২ মার্চ বাড়ির লোকজন জ্বর ও কাশিসহ বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করার পর তাকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়। আজ সন্ধায় পজিটিভ রিপোর্ট আসার তাকে আইসোলেশন ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তর সংখ্যা ৪। মৃত্যু হয়েছে একজনের।