বরিশাল ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
স্টাফ রিপোর্টার॥ বরিশালের হিজলায় বসত ঘর থেকে খাদ্য বান্ধব কর্মসূচির ৫৩০ কেজি চাউল উদ্ধারের ঘটনায় মোঃ ইউনুস সরদার (৩২) কে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১৫এপ্রিল) দিবাগত রাত পৌনে ১২ টায় জেলা প্রশাসনের মিডিয়া সেলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রাজিব আহমেদ।
তিনি জানান, মঙ্গলবার হিজলা উপজেলার হরিনাথপুর গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমীনুল ইসলামের উপস্থিতিতে মোঃ ইউনুস সরদারের বসত ঘরে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। সেখানে ১০ টি বড় প্লাস্টিকের বস্তায় ৫৩০ কেজি চাউল উদ্ধার করা হয়। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে ওই চাউল খাদ্য বান্ধব কর্মসূচির নিশ্চিত হয় ভ্রাম্যমান আদালত। ওই চাউল বেআইনেভাবে ক্রয়পূর্বক মজুদ করার অপরাধে দূর্যোগ ব্যবস্থাপনা আইন, ২০১২ অনুযায়ী মোঃ ইউনুস সরদারকে ভ্রাম্যমান আদালত ৩ মাসের কারাদণ্ড প্রদান করে। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্ত মোঃ ইউনুস সরদার হরিনাথপুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। হিজলা থানার শাওড়া সৈয়দখালি ক্যাম্পের পুলিশ পরিদর্শক মোঃ তারিকুল হাসানসহ পুলিশ ফোর্স এ অভিযানে সহায়তা করেন।