বরিশাল ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
দীর্ঘ ১৫ দিন মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন পিরোজপুরের স্বরূপকাঠিতে বুলবুলে আহত শাহরিয়ার (৩০)। চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার ঢাকা মেডিক্যালে তার মৃত্যু হয়। আজ মঙ্গলবার উপজেলার কুড়িয়ানা ইউনিয়নের হরিহরকাঠি গ্রামে তার নিজ বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
ঘূর্ণিঝড় বুলবুলের সময় হরিহরকাঠি এলাকার শহিদুল ইসলামের ছেলে শাহরিয়ার গাছেন নিচে চাপা পড়ে গুরতর আহত হন। চিকিৎসার জন্য তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিক্যালে নেওয়া হলে সেখানে সোমবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।