বরিশাল ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
দেশে করোনা আক্রান্ত হয়ে আরো ৪ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ২১৯ জন রোগী শনাক্ত হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বুলেটিনে এতথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। নতুন চারজনসহ মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০এ। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২৩১ জনে। বুলেটিনে করোনায় আক্রান্ত হয়ে দেশে প্রথম চিকিৎসকের মৃত্যুর ঘটনায় শোক ও সমবেদনা জানান স্বাস্থ্যমন্ত্রী। ব্রিফিংএ জানানো হয়, ঢাকা ও নারায়ণগঞ্জের পর এখন গাজীপুর, ময়মনসিংহ ও কেরানীগঞ্জে রোগী বাড়ছে।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ই মার্চ।