বরিশাল ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
দৌলতখান (ভোলা) প্রতিনিধি।। ভোলার দৌলতখানের ভবানীপুর ইউনিয়নের চর হাজারী মৌজার দুঃস্থ ও অসহায় ২শ’ পরিবারের
মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় ভবানীপুর ইউনিয়ন পরিষদ চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মনজুর আলম খান, ভবানীপুর ইউনিয়ন পরিষদ
চেয়ারম্যান গোলাম নবী নবু, ট্যাগ অফিসার আব্দুল মান্নানসহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। ইউপি চেয়ারম্যান গোলাম নবী নবু বলেন, করোনা ভাইরাসের কারণে ভবানীপুর ইউনিয়নের বিচ্ছিন্ন অংশ কালিয়া চর হাজারী মৌজার বাসিন্দারা অসহায় হয়ে পড়ে। ইউনিয়নে সরকারিভাবে ২ মে.টন চাল ও ১০ হাজার টাকা বরাদ্ধ পাওয়া গেছে। ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ¦ আলী আজম মুকুল’র নির্দেশ মোতাবেক ওই বরাদ্ধ থেকে চরাঞ্চলের অসহায় পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।