বরিশাল ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
স্টাফ রিপোর্টার/ বরিশালে গত ২৪ ঘন্টায় আরো পাঁচ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এরা সকলেই বাবুগঞ্জ উপজেলার। এই নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৯জনে। আজকে যারা শনাক্ত হলেন তাদের মধ্যে একজন ৯ বছরের শিশুও রয়েছে। আজ বৃহস্পতিবার বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজর মাইক্রোবায়লোজি বিভাগে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবে তাদের নমুনা পরীক্ষা করা হলে রিপোর্ট পরেজটিভ আসে। বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই ৫ ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়েছে। পাশাপাশি আশপাশের বাড়ি লকডাউন করার প্রক্রিয়া চলচ্ছে। এছাড়া তাদের দুজনের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আজ বাবুগঞ্জ ৫ জনসহ এর আগে বাবুগঞ্জে ৩ জন, মুলাদী ১ জন , হিজলা ১ জন, আগৈলঝাড়া ১ জন, গৌরনদীতে ১ জন, মেহেন্দিগঞ্জ ১ জন এবং বাকেরগঞ্জে ১জন করে করোনা রোগী শনাক্ত করা হয়।