শেবা‌চিম হাসপাতালের মে‌ডি‌সিন ওয়ার্ড লক ডাউন/ চরম ভোগা‌ন্তি‌তে পড়‌বে রো‌গিরা - The Barisal

শেবা‌চিম হাসপাতালের মে‌ডি‌সিন ওয়ার্ড লক ডাউন/ চরম ভোগা‌ন্তি‌তে পড়‌বে রো‌গিরা

  • আপডেট টাইম : এপ্রিল ১৭ ২০২০, ০০:০৩
  • 839 বার পঠিত
শেবা‌চিম হাসপাতালের মে‌ডি‌সিন ওয়ার্ড লক ডাউন/ চরম ভোগা‌ন্তি‌তে পড়‌বে রো‌গিরা
সংবাদটি শেয়ার করুন....

‌জিয়া শাহীন / একজন ক‌রোনা আক্রান্ত রো‌গি তথ্য গোপন ক‌রে ভ‌র্তি হওয়ায়  ব‌রিশাল শে‌রে বাংলা মে‌ডি‌কেল কলেজ হাসপাতা‌লের মে‌ডি‌সিন-৩ ওয়ার্ড লক ডাউন করা হ‌য়ে‌ছে। হাসপাতা‌লের প‌রিচালক ডাঃ মোঃ বা‌কির হো‌সেন গভীর রা‌তে তার ফেইস বুক পেই‌জে পো‌স্টে এ তথ্য জা‌নি‌য়ে‌ছেন। তি‌নি জানান। একই সা‌থে এ ওয়া‌র্ডের সকল চি‌কিৎসক, নার্সদের কোয়ারান্টাই‌নে যাবার নি‌র্দেশ দি‌য়ে‌ছেন। তি‌নি লে‌খেন, এই সিদ্ধান্ত মে‌ডি‌কেল ক‌লে‌জের অধ্যক্ষ, মে‌ডি‌সিন বিভা‌গের প্রধা‌নের সাথে আ‌লোচনার পর নেয়া হল।আই ই সি ডি আর‌কেও জানা‌নো হ‌য়ে‌ছে। কেন লক ডাউন করা হ‌য়ে‌ছে তার ব্যাখ্যাও তি‌নি দি‌য়ে‌ছেন। তি‌নি জানান, ১৩ এ‌প্রিল এ ওয়া‌র্ডে  এক অজ্ঞান রো‌গিকে স্বাসক‌স্টের তথ্য গোপন ক‌রে ভ‌র্তি করা হয়। ১৫ এপ্রিল তার এক্স‌রে রি‌পোর্ট এ‌লে চি‌কিৎসক‌দের স‌ন্দেহ হয়। তারা তার ক‌রোনা পরীক্ষা করা‌লে প‌জে‌টিভ রি‌পোর্ট আ‌সে। একার‌ণে ঐ ওয়া‌র্ডের সকল চি‌কিৎসক ও নার্স‌দের কোয়ারান্টাই‌নে পা‌ঠি‌য়ে ওয়ার্ড লকডাউন করা হল। তি‌নি প্রশ্ন রা‌খেন, একজন রো‌গি তথ্য গোপন কর‌লে কি করার থা‌কে। এ‌দিকে হাসপাতা‌লের গুরুত্বপুর্ন এ বিভাগ‌টি লকডাউন করায় সাধারণ রো‌গিরা যে চরম বিপা‌কে পড়‌বে তা বলার অ‌পেক্ষা রাখে না।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট