বরিশাল ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
স্টাফ রিপোর্টার / শুধু আইন শৃংখলা রক্ষা, সন্ত্রাস দমনেই পুলিশের একমাত্র কাজ নয়, মানবিক কাজেও তারা আন্তরিক আজ আবারও তার প্রমান দিল বরিশাল পুলিশ। নগরীর ১২ নং ওয়ার্ডের ত্রিশ গোডাউন এলাকার হতদরিদ্র সবুজ হাওলাদারের পুত্র করোনা উপসর্গ নিয়ে শনিবার সকালে মৃত্যুবরণ করে। এতে ঐ পরিবারের সকলকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। মৃতের নমুনা সংগ্রহ করে পরীক্ষায় পাঠানো হয়েছে।
এদিকে মৃত্যুর সংবাদ ছড়িয়ে পরলে এলাকায় আতংক দেখা দেয়। দাফন-কাফনে কেউ এগিয়ে না এলেও বিএমপির কোতয়ালী থানা পুলিশ জানাযা ও দাফনের সুব্যবস্থা করেন। আজ আসরবাদ জানাযা শেষে নগরীর ২৫ নং ওয়ার্ডের আঞ্জুমান ই মফিদুল ইসলাম এর গোরস্থানে দাফন করা হয়। কোতয়ালী থানা পুলিশের এমন ভুমিকা অত্যন্ত প্রশংসনীয় বলে মন্তব্য করেন প্রত্যক্ষদর্শীরা।
কোতয়ালী মডেল থানার এসআই আরাফাত হাসান জানান, আজ আছরবাদ আমবাগান এলাকায় জানাযা শেষে তাকে দাফন করা হয়েছে। আমাদের উদ্যোগে দাফন কাফনে এলাকার দু’একজন লোক অংশগ্রহণ করেছে।