শেবাচিম হাসপাতালে ইন্টার্নী চিকিৎসকদের কর্মবিরতি - The Barisal

শেবাচিম হাসপাতালে ইন্টার্নী চিকিৎসকদের কর্মবিরতি

  • আপডেট টাইম : এপ্রিল ১৯ ২০২০, ১৬:১৪
  • 763 বার পঠিত
শেবাচিম হাসপাতালে ইন্টার্নী চিকিৎসকদের কর্মবিরতি
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার / নিরাপত্তা জোরদার ও সুরক্ষা সামগ্রী সরবরাহসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করছে বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের (শেবাচিম হাসপাতাল) ইন্টার্ন চিকিৎসকরা। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেন তারা। ইন্টার্ন চিকিৎসক তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তারা বেশ কিছু দাবির কথাও উল্লেখ করেছেন। ইন্টার্ন চিকিৎসকদের দাবিগুলো হলো- হাসপাতালের নিরাপত্তা জোরদার করতে হবে। চিকিৎসকদের নিরাপদ আবাসন ও খাবারের ব্যবস্থা করতে হবে। এন-৯৫ মাস্কসহ উন্নত সুরক্ষা সরঞ্জাম সরবরাহ করতে হবে। এসব দাবি সম্বলিত স্মারকলিপি হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন ও মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. অসিত ভূষণ দাসের কাছে দেয়া হয়েছে বলে জানিয়েছে ইন্টার্ন চিকিৎসকরা। হাসপাতালের পরিচালক ডাঃ মোহাম্মদ বাকির হোসেন জানিয়েছেন, ইন্টার্ন চিকিৎসকদের দাবিগুলোর বিষয়ে বরিশাল সিটি করপোরেশনে মেয়র সেরনিয়াবত সাদিক আব্দুল্লাহর সঙ্গে আলোচনা করা হয়েছে। এসব দাবি পূরণে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে করোনা দূভোগের মধ্যে চিবকৎসকদের কর্মবিরতি নতুন দূভোগের সৃষ্টি করেছে। অনেকেই মনে করছেন এসময়ে কর্মবিরতি পালন করাটা যুক্তিযুক্ত নয়। দাবিগুলো উপস্থাপন করাটা ভাল কিন্তু এই মুহুত্বে দাবি আদায়ের জন্য কর্মবিরতি পালন করা ঠিক বলে মনে হচ্ছেনা। এতে করে সাধারন রোগীরা অসুবিধায় পরবে। সম্প্রতি সরকারি ও বেসকারি সংস্থা থেকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের সুরক্ষা সরঞ্জাম সরবারহ করা হয়েছে বলে জানাগেছে। তারপরও এমন কর্মবিরতি পালন করা নিয়ে প্রশ্ন উঠেছে সবত্র । এদিকে, শেবাচিম হাসপাতালে তিনজন করোনা রোগী তথ্য গোপন করে ভর্তি হয়েছেন বলে অভিযোগ উঠেছে। হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানিয়েছেন, ওই তিন রোগীকে চিহ্নিত করা হয়েছে। তারা বর্তমানে করোনা ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। করোনা রোগীরা তথ্য গোপন করে হাসপাতালে ভর্তি হওয়ার খবরে হাসপাতালের চিকিৎসক, নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের মাঝে করোনা ছড়ানোর আশঙ্কা বিরাজ করছে। ওই তিন রোগীর চিকিৎসাসেবার সঙ্গে সংশ্লিষ্ট ৩০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট