পটুয়াখালীতে ৮ জনের করোনা সনাক্ত ॥ করোনা উপসর্গে এক ব্যাক্তির মৃত্যু - The Barisal

পটুয়াখালীতে ৮ জনের করোনা সনাক্ত ॥ করোনা উপসর্গে এক ব্যাক্তির মৃত্যু

  • আপডেট টাইম : এপ্রিল ২১ ২০২০, ১৮:০৫
  • 913 বার পঠিত
পটুয়াখালীতে ৮ জনের করোনা সনাক্ত ॥ করোনা উপসর্গে এক ব্যাক্তির মৃত্যু
সংবাদটি শেয়ার করুন....

পটুয়াখালী প্রতিনিধি।।  পটুয়াখালীতে নতুন করে আরো ৮ জন ব্যক্তির করোনা ভাইরাস সংক্রমনে আক্রান্ত হয়েছেন বলে জেলা করোনা প্রতিরোধ
সেল সূত্রে জানাগেছে। ২১ এপ্রিল মঙ্গলবার দুপুরে আইইডিসিআর-এর পাঠানো রিপোর্ট অনুযায়ী ৮জনের পজেটিভ শনাক্ত হয়েছে। এদের মধ্যে
৪ জন রাঙ্গাবালী উপজেলায়, ৩ জন দশমিনা উপজেলায় এবং ১ জন পটুয়াখালী সদর উপজেলায়। এদের অনেকেই সম্প্রতি সময়ে ঢাকা,
নারায়নগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে এসেছেন। এনিয়ে পটুয়াখালী জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১০ জনে।

এদিকে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭ টায় ২৫০ শয্যা বিশিস্ট পটুয়াখালী হাসপাতালে জ্বর-শ্বাসকষ্ট নিয়ে এক ব্যাক্তি মারা গেছেন। তার বয়স ৬৫
বছর। বাড়ি সদর উপজেলার জৈনকাঠি ইউনিয়নের সেহাকাঠি গ্রামে। হাসপাতাল কর্তৃপক্ষ মৃত ব্যাক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরন
করেছেন। পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ আবদুল মতিন সত্যতা স্বীকার করে বলেন, ওই ব্যাক্তি দীর্ঘদিন ধরে কাশি ও
শ্বাসকষ্টে ভূগছিলেন। সোমবার জ্বর হলে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। পরিবারের লোকজন সকাল সাড়ে ৭ টার দিকে তাকে হাসপাতালে নিয়ে
আসে। হাসপাতালে ভর্র্তি করার পর ওয়ার্ডে নেওয়ার পথেই সে মারা যায়। তিনি বলেন, যেহেতু ওই ব্যাক্তি করোনা উপসর্গ নিয়ে এসেছিলেন, তাই তার নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে।

সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, মারা যাওয়া ব্যাক্তির বাড়ি ও আশপাশ এলাকা বিশেষ ভাবে লকডাউন করা হয়েছে।
কোভিড-১৯ প্রটোকল অনুয়াযী মৃত ব্যাক্তিকে দাফন করা হয়েছে। নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট আসার পর নিশ্চিত হওয়া যাবে তার মৃত্যু করোনা ভাইরাসে হয়েছে কি – না। করোনা ভাইরাস সেল সূত্রে জানাগেছে, এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলায় প্রাতষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছে ৩৮৪ জন, আইসোলেশনে আছে ২জন এবং হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ২,৭৫৬ জনকে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট