বরিশাল ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
অনলাইন ডেস্ক।। বরিশালে একজন পরিবার পরিকল্পনা পরির্দশক করোনায় আক্রান্ত হয়েছেন। এই নিয়ে বরিশাল জেলায় ৩২ জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে।
মঙ্গলবার রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
নতুন করে আক্রান্ত ব্যক্তি হিজলা উপজেলার বাসিন্দা এবং সেখানেই কর্মরত রয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার মোট ৮ জনের দেহে করোনার উপস্থিত পাওয়া গেছে। এর মধ্যে একজন চিকিৎসক এবং অপরজন নার্স।
এ জেলায় স্বাস্থ্য বিভাগে কর্মরত ৭ জন চিকিৎসক ও ৩ জন নার্স, ০১ জন পরিবার পরিকল্পনা পরিদর্শক সহ মোট ১১ জন করোনা আক্রান্ত হয়েছেন।
উল্লেখ্য, গত ১২ এপ্রিল এ জেলায় প্রথমবারের মতো মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় ০২ জন রোগীর করোনা শনাক্ত হয়।