বরিশাল ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
কলাপাড়া (পটুয়াখলী) প্রতিনিধি,২২এপ্রিল।। পটুয়াখালীর কলাপাড়ায় করোনা ভাইরাস সংক্রমন বিস্তার রোধে সামাজিক দূরত্ব রক্ষায় স্থানীয় প্রশাসনের নির্দেশনা মানছেনা কেউ। পেটের ক্ষুধায় লক ডাউন ভেঙ্গে অনেকেই শ্রম বিক্রী করে উপার্জনের আশায় ঘরের বাইরে আসছে। সামাজিক দূরত্ব রক্ষায় ও চলমান লকডাউনে ঘরে থাকায় কর্মহীন হয়ে পড়েছে এ বৃহৎ গোষ্ঠীর মানুষ।
যাদের অধিকাংশের ঘরেই কোন খাবার নেই। ভিক্ষুক, দিনমজুর, রিক্সা চালক, ভ্যান চালক, পরিবহন শ্রমিক, রেষ্ট্রুরেন্ট শ্রমিক, ফেরী ওয়ালা ও চায়ের দোকানদার পরিচালিত পরিবার গুলো খাদ্য সংকটে পড়েছে। তাই অনেকেই গোপনে কাজের
জন্য বেরোচ্ছে। এদিকে “ঘরে থাকুন, জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়া” এমন
নির্দেশনা দিয়েছে সরকার। সামাজিক দূরত্ব রক্ষায় স্থানীয় প্রশাসনের উদ্দোগে সচেতনতামূলক প্রচারনা, ভ্রাম্যমান আদালত পরিচালনা হলেও তা ফলপ্রসু হচ্ছেনা। এছাড়া সাপ্তাহিক হাট-বাজার বন্ধ করার ঘোষনা বাস্তবায়ন না হওয়ায় ঝূঁকির মধ্যে রয়েছে এ উপজেলার প্রায় আড়াই লাখ মানুষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, এ উপজেলার দুই পৌরসভাসহ অন্তত: অর্ধশত গ্রামীণ বাজারে চায়ের দোকান গুলোতে রাত অবধি চলে আড্ডাবাজদের বিচরণ। এ বাজারগুলো নারায়নগঞ্জ, ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে ফেরা এক শ্রেণির মানুষের আড্ডাস্থলে পরিণত হয়েছে। এছাড়া কলাপাড়া পৌরশহরের বাদুরতলী, ফেরী ঘাট চৌরাস্তা, নাচনাপাড়া চৌরাস্তা, মাছ বাজার, কুয়াকাটা পৌরসভার চৌরাস্তা, এলজিইডি’র পুকুরপাড় এ সামাজিক দূরত্ব রক্ষা না হওয়ায় ক্রমশ:ঝূঁকিপূর্ন হয়ে উঠছে এসব এলাকা গুলো। একই অবস্থা চলছে উপজেলার বিভিন্ন পয়েন্টে। মুলত আসরের নামাজের পর থেকে রাত অবধি চলে আড্ডা। এ
সংক্রমন এড়াতে ওয়ার্ড পর্যায়ে করোনা প্রতিরোধে গঠিত দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কার্যক্রম সক্রিয় না করলে সামাজিক দূরত্ব নিশ্চিত না হওয়ার শঙ্কা দেখা দিয়েছে বলে সচেতন মহলের দাবী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক সাংবাদিকদের বলেন, সাপ্তাহিক হাট-বাজার গুলোকে বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট জনপ্রতিনিধি সহ স্ব স্ব বাজার কমিটি গুলোকে নির্দেশ দেয়া হয়েছে। শহরের কাঁচা বাজার খোলা মাঠে সরিয়ে নেয়া হয়েছে। করোনা সংক্রমন এড়াতে
সামাজিক দূরত্ব রক্ষায় আমরা আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীকে সাথে নিয়ে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।