বরিশাল ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীর কুয়াকাটায় পৌর আওয়ামীলীগ’র ত্রি-বার্ষিক সম্মেলন অনষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় কুয়াকাটা পর্যটক হলিডে হোমস এর মাঠে আবদুল বারেক মোল্লার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ মহিববুর রহমাম মহিব। সম্মেলনে ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে পৌর মেয়র আঃ বারেক মোল্লাকে সভাপতি, ও মনির আহম্মেদ ভূইয়াকে সাধারণ সম্পাদক করে পৌর আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। এসময় বিষেশ অতিথি হিসেবে উস্থিত ছিলেন, উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা মহিলা আওয়ামীলীগ’র সভাপতি ফাতেমা আক্তার রেখা, সদস্য বিলকিস জাহান, সদস্য সালমা কবির, কুয়াকাটা মহিলা আওয়ামী লীগের সভাপতি সোমাঃ নাজমা বেগম।