বরিশাল ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালীঃ প্রানঘাতী করোনা ভাইরাস কোভিড -১৯ সংক্রমন বিস্তার প্রতিরোধে সামাজিক দুরত্ব ও লকডাউনে কর্মহীন হওয়া নি¤œ মধ্যবিত্ত পরিবারে খাদ্য সহায়তা দিলেন জেলা পুলিশ প্রশাসন।
গতকাল ২৫ এপ্রিল শনিবার বেলা ১১টায় পুরাতন আদালত মাঠে প্রধান অতিথি হিসাবে কর্মহীন হওয়া শতাধিক নি¤œ মধ্যবিত্ত পরিবারে খাদ্য সহায়তা দিলেন পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুকিদ হাসান, সদর থানার ইনচার্জ আক্তার মোর্শেদ, টিএসআই মোঃ দেলোয়ার হোসেনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ। এ বিতরনকৃত খাদ্য সহায়তার মধ্যে ছিল প্রতি পরিবারে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, ২ লিটার সোয়াবিন তেল ও ২ কেজি পেয়াজসহ বিভিন্ন খাদ্য সামগ্রী।
অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানান পুলিশ সদস্যদের নিজস্ব অর্থায়নে উক্ত খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছ। উক্ত খাদ্য বিতরনকালে প্রধান অতিথি পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম বলেন অদৃশ্য শক্তির বিরুদ্ধে কামান বন্ধুক-রাইফেল দিয়ে যুদ্ধ করা সম্ভব নয়, এর বিরুদ্ধে আমাদের লড়াই হচ্ছে, সচেতন হওয়া,
সরকারী নির্দেশ ও স্বাস্থ্য বিধি মেনে চলা, ঘরে থাকা, নিরাপদে থাকা। তাই আমাদের সবাইকে ঘরে থাকতে হবে। অপ্রয়োজনে ঘর থেকে বের না
হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ করেন পুলিশ সুপার।