হাত ধোয়ার জন্য কলাপাড়ায় হ্যান্ড ওয়াস পয়েন্ট স্থাপন - The Barisal

হাত ধোয়ার জন্য কলাপাড়ায় হ্যান্ড ওয়াস পয়েন্ট স্থাপন

  • আপডেট টাইম : এপ্রিল ২৫ ২০২০, ১৬:২৩
  • 779 বার পঠিত
হাত ধোয়ার জন্য কলাপাড়ায় হ্যান্ড ওয়াস পয়েন্ট স্থাপন
সংবাদটি শেয়ার করুন....

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, ২৫এপ্রিল।। করোনা ভাইরাস পরিস্থিতিতে সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়ায় হ্যান্ড ওয়াস পয়েন্ট স্থাপন করা হয়েছে। বেসরকারি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড
কনসার্ন বাংলাদেশ’র উদ্যোগে পৌর শহরের বিভিন্ন স্থানে এ ওয়াস পয়েন্ট স্থাপন করে। এর পর পরই জনসাধারন এর ব্যবহার শুরু করেছে। প্রতিদিন সকাল থেকে শেষ বিকাল পর্যন্ত সামাজিক দুরত্ব বজায় রেখে সাবান পানি দিয়ে হাত ধুয়ে ফেলতে
দেখা গেছে অনেককে। এটি একটি ভাল উদ্যোগ এমটাই জানিয়েছেন সচেতনমহল।
ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ’র সূত্রে জানা গেছে, দাতা সংস্থা “টিয়ার ফান্ড ইউ কে’’ এর অর্থায়নে এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় করোনা
ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় জরুরী এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। শুক্রবার সকালে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে ওয়াশ পয়েন্টে স্থাপন করা হয়েছে। এসব হ্যান্ড ওয়াশ পয়েন্টে পানির ড্রাম, হ্যান্ড ও টাওয়াল রাখা হয়েছে। প্রতিটা স্থানে
১৬০ লিটার ধারন ক্ষমতা সম্পন্ন পানির ড্রাম রাখা হয়। এসব দেখাশোনার জন্য একজন করে লোক নিয়োগ দেয়া হয়েছে। এ থেকে জনগন সহজেই হাত ধোয়ার মাধ্যমে নিজে ও অন্যকে করোনা ভাইরাসের ঝুঁকি প্রশমনে সহায়তা করছে।

কলাপাড়া পৌর শহরের ব্যবসায়ি গাজী মো. মুসা বলেন, এ হ্যান্ড ওয়াস পয়েন্ট স্থাপন করা ফলে লোকজন হাত ধোয়ায় অব্যাস্ত হচ্ছে। এ উদ্যোগটি খুবই ভাল। এ হ্যান্ড ওয়াস পয়েন্টে থেকে হাত ধুতে পারবো। এখান থেকে আর বাজারের ব্যসায়িদের পুকুর কিংবা টিউবয়েলে গিয়ে হাত ধোয়ার জন্য যেতে হবেনা।

ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ’র প্রোগ্রাম অফিসার জেমস্ রাজিব বিশ্বাস বলেন, করোনা ভাইরাস’র ক্ষতির প্রভাব থেকে জনসাধারনকে সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এ হ্যান্ড ওয়াস পয়েন্ট স্থাপন, জীবানুনাশক স্প্রে ও মাইকিং এর মাধ্যমে সচেতনতা মুলক প্রচার প্রচারনা করা হয়েছে। এছাড়া অসহায় হতদরিদ্রদের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সহায়তা দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় বিভিন্ন এনিজিও সহযোগীতার হাত বাড়িয়ে
দিয়েছে। এরই ধারাবাহিকতায়ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ পৌর শহরে দু’টি হ্যান্ড ওয়াস পয়েন্ট স্থাপন করেছে। উপজেলা প্রশাসন এর জন্য স্থান নির্ধারন করে দিয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট