বরিশাল ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
মো. সুজন মোল্লা, বানারীপাড়া।। বৈশ্বিক নোভেল কোভিড-১৯ করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষাপেতে লকডাউনে থাকতে গিয়ে বরিশাল-২ আসনের দরিদ্র ও সাময়িক কর্মহীন হয়ে পড়া
পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রিয়াজ আহমেদ মৃধা ও উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমাউন মাষ্টার জানান, কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির অন্যতম কার্যকরী সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু তার নিজ তহবিল থেকে উজিরপুর এবং বানারীপাড়ায় দরিদ্র ও সাময়িক কর্মহীন পরিবারের মাঝে ১০ লাখ টাকা প্রদান করেছেন। যা উজিরপুর ও বানারীপাড়া
পৌরসভার ১৮টি ওয়ার্ড ও দুটি উপজেলার ১৭টি ইউনিয়নের ১৫৩টি ওয়ার্ডের দরিদ্র, ও সাময়িক কর্মহীন হয়ে পরা পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। আবার অনেককে নিত্য প্রয়োজনীয় খাদ্য ও পণ্য সামগ্রীও দেওয়া হয়েছে। এছাড়াও ওই দুই সাধারণ সম্পাদক জানান, রমজান মাসেও এস সরফুদ্দিন আহমেদ সান্টুর পক্ষ থেকে দুটি পৌরসভা দুই উপজেলার প্রান্তিক জনগোষ্ঠির মাঝে আরও নগদ অর্থ দেওয়া হবে যা দিয়ে তারা পবিত্র রমজানের সিয়াম-সাধনায় সেহরী ও ইফতার
সামগ্রী ক্রয় করতে পারেন।