বরিশাল ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ বাজার নিয়ন্ত্রসে পটুয়াখালী জেলা প্রশাসন ও র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এর যৌথ উদ্যোগে অদ্য ২৬ এপ্রিল রবিবার সকাল ৯টা হতে দুপুর ১২টা পর্যন্ত পটুয়াখালী পুরান
বাজার এলাকায় অভিযান পরিচালনা করে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখায় ৬ জন দোকানদারকে ৬,০০০ টাকা অর্থ দন্ড করা হয়।
অর্থদন্ডে দন্ডিতরা হচ্ছে, মোঃ সাইদুর রহমান (৩১) , কাইয়ুম হাওলাদার (২১), জাকির হোসেন (৩৫), মোঃ মনির হাওলাদার (৩৫) ও আব্দুর রহমান
(৬৮) এর কাপড়েরর দোকানদার। এদের প্রত্যেককে ১,০০০ টাকা করে সর্বমোট ৫,০০০ টাকা জরিমানা করা হয়। এবং জুতার দোকানের মালিক নিপু বনিক (৪০)কে , ১,০০০ টাকা সহ সর্বমোট ৬,০০০ টাকা
জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায়, সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল আইন, ২০১৮ এর ২৫(খ) ধারা মোতাবেক অর্থদন্ড প্রদান করেন।
উল্লেখ্য, পবিত্র মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের বাজার স্বাভাবিক রাখতে ও সাম্প্রতিক সময়ের মহামারি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসমাগম এড়ানো ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার লক্ষ্যে সরকার নিত্য প্রয়োজনীয় দ্রব্য, মুদি দোকান ও ফার্মেসী ব্যতীত অন্যান্য সকল দোকান পাট বন্ধ রাখার জন্য নির্দেশনা প্রদান করলেও কিছু কিছু দোকান মালিক এই নিষেধাজ্ঞা অমান্য করে চলছে বিধায় এই অভিযান পরিচালনা করা হয়।