বরিশাল ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
দি বরিশাল ডেস্ক।। বরিশালে করোনা ভাইরাস সংক্রান্ত স্বাস্থ্য ব্যবস্থাপনা ও ত্রান কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে বরিশাল জেলা প্রশাসনের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব আবদুল হালিম।
সভায় ত্রাণ বিতরণ যেন সমন্বিতভাবে করা হয় সে বিষয়ে অনুরোধ জানানো হয়। এছাড়াও বক্তারা স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।
সভায় উপস্থিত ছিলেন- পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ আসনের সংসদ সদস্য জাহিদ ফারুক শামীম, সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ, বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, জেলা পরিষদ চেয়ারম্যান মইদুল ইসলাম, বরিশাল বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, মেজর মোঃ নাহিদ হোসেন ৬২ বেঙ্গল রেজিমেন্ট শেখ হাসিনা সেনানিবাস, পটুয়াখালি বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেনসহ সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।