বরিশাল ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বরগুনা প্রতিনিধি : বরগুনায় বাবার সঙ্গে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেলো প্রিন্স নামের ২০ বছর বয়সী একজন কলেজছাত্রের। প্রিন্স বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের বড় লবণগোলা গ্রামের নান্না মিয়ার ছেলে।
রবিবার (২৬ এপ্রিল) বিকাল ৪টার দিকে বুড়িরচর ইউনিয়নের লবনগোলা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত প্রিন্স বরিশাল বিএম কলেজে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা জানান, রবিবার বিকাল ৩টার দিকে হঠাৎ করে ঝড় শুরু হলে বাবা নান্না মিয়ার সঙ্গে মাঠে গরু আনতে যায় প্রিন্স। এসময় বজ্রপাতে প্রিন্স আহত হয়। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। বিকাল সাড়ে ৪টার দিকে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বরগুনা সদর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সোহরাব উদ্দীন বলেন, মুমূর্ষু অবস্থায় প্রিন্সকে বরগুনা সদর জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। এসময় কর্তব্যরত চিকিৎসরকা তাকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু শরীরের অধিকাংশ অংশ পুড়ে যাওয়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি।