বরিশাল ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে/ কিছুটা শিথিল হচ্ছে বরিশালের লক ডাউন। কলকারাখানা খোলা রাখায় এবং রমজানের কারণে জেলা প্রশাসন কয়েকটি শর্ত শিথিল করার সিদ্ধান্ত নিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য পরিবহন ব্যবস্থা সচল রাখার জন্য মহাসড়কের হোটেল এবং রমজানের কারলে ইফতার ও সেহরীর জন্য নগরীর হোটেলগুলো চালু রাখা।
আজ ২৭ এপ্রিল সোমবার জেলা প্রশাসক বরিশালের পক্ষ থেকে এসেছে মাহে রমজান উপলক্ষে নতুন গণবিজ্ঞপ্তি। এতে বলা হয়েছে, দেশব্যাপী করোনা ভাইরাস (Covid-19) এর প্রাদুর্ভাব কারনে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে মানুষ ও যানবাহন চলাচল, অফিস আদালত, কল-কারখানা বন্ধ রাখার বিষয়ে বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়েছে। তবে কতিপয় জরুরী ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা শিথিল করা হয় এবং পবিত্র রমজান মাস শুরু হওয়ার নিম্নোক্ত বিষয়গুলো বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ করা হলো।
১) যেসব প্রতিষ্ঠান ও কলকারখানা চালু রাখা হয়েছে তার কর্মীদের চলাচলে সহযোগিতা প্রদান।
২) ফ্যাক্টরি ও কারখানা চালু রাখার ক্ষেত্রে কর্মীদের স্বাস্থ্যবিধি মেনে চলা ও স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টি সিভিল সার্জন কর্তৃক নিয়মিত পর্যবেক্ষণ করা।
৩) নিরাপত্তা ব্যবস্থা বজায় রেখে ইফতার ও সেহরী বিক্রয়ের জন্য রেস্টুরেন্ট চালু থাকবে।
৪) মহাসড়কে পণ্যবাহী যানবাহন চলাচল সুবিধাজনক করার জন্য মহাসড়ক রেস্তোরাঁগুলো চালু থাকবে।
এ আদেশ মেনে চলতে সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক। আদেশ অমান্য হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।