বানারীপাড়ায় এক সপ্তাহের ব্যবধানে মারধরের পরে যুবক ও গৃহবধুর মৃত্যু - The Barisal

বানারীপাড়ায় এক সপ্তাহের ব্যবধানে মারধরের পরে যুবক ও গৃহবধুর মৃত্যু

  • আপডেট টাইম : এপ্রিল ২৮ ২০২০, ২০:৫৪
  • 820 বার পঠিত
বানারীপাড়ায় এক সপ্তাহের ব্যবধানে মারধরের পরে যুবক ও গৃহবধুর মৃত্যু
সংবাদটি শেয়ার করুন....

মো. সুজন মোল্লা,বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
এক সপ্তাহের ব্যবধানে মারধরের শিকার হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন যুবক ও গৃহবধু। জানা গেছে উপজেলার মধ্য ইলুহার গ্রামের তোতা মিয়া হাওলাদার ও তার ভাই গাফফার হাওলাদারের পরিবারের মাঝে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এর জের ধরে ২৫ এপ্রিল দুপুরে দু’পক্ষের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে আসামীরা তোতা মিয়া হাওলাদার (৬৫),তার স্ত্রী হাফিজা বেগম (৫৫) ও বেড়াতে আসা তাদের মেয়ে মাহমুদাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় তাদের বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে নিয়ে আসার পরে মাহমুদা বেগমকে আশংকাজনক অবস্থায় বরিশাল শেবাচিম
হাসপাতালে রেফার করা হয়। সেখান থেকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে মঙ্গলবার ২৮ এপ্রিল সকাল ৯টায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় এক সন্তানের জননী মাহমুদা। ওই হাসপাতালে তার লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এ ব্যপারে নিহত ওই গৃহবধুর ভাই সবুজ হাওলাদার বাদী হয়ে ৫ জনকে আসামী করে বানারীপাড়া থানায় মামলা দায়ের করেছেন। মামলার আসামীরা
হলো তিন সহোদর ফোরকান হাওলাদার,ফরিদ হাওলাদার ও শাকিল হাওলাদার তাদের পিতা গাফফার হাওলাদার ও মা দোলেনা বেগম। অপরদিকে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের নলশ্রী গ্রামে কাওসার নামের এক যুবককে (মাদক ব্যবসায়ী) বাড়ি থেকে তুলে এনে পিটিয়ে আহত
করার পরে ১৯ এপ্রিল ভোর রাতে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এ ঘটনায় ২১ এপ্রিল সন্ধ্যায় বরিশাল র‌্যাব-৮ অভিযান চালিয়ে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের করপড়া গ্রাম থেকে হত্যা মামলার আসামী পল্লী চিকিৎসক
নজরুল ইসলামকে গ্রেফতারের পরে বানারীপাড়া থানায় সোপর্দ করে। ওই মামলার অপর আসামীদের এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। ফলে নিহত কাওসারের বিধবা মা মামলার বাদী রওশনআরা বেগম ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতার মাঝে দিনাতিপাত করছেন বলে
বিভিন্ন সূত্রে জানা গেছে। এদিকে কাওসার হত্যার শিকার’র রেশ না কাটতেই মাহমুদা নামের এক গৃহবধু হত্যার শিকার হলেন। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শিশির কুমার পাল জানান আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি
আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট