রয়েল সিটি হাসপাতালের পরিচালক, তিন ডাক্তারসহ আটজনের বিরুদ্ধে মামলা - The Barisal

ভুল চিকিৎসায় রোগী মৃত্যু

রয়েল সিটি হাসপাতালের পরিচালক, তিন ডাক্তারসহ আটজনের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম : এপ্রিল ২৮ ২০২০, ২২:১৩
  • 962 বার পঠিত
রয়েল সিটি হাসপাতালের পরিচালক, তিন ডাক্তারসহ আটজনের বিরুদ্ধে মামলা
সংবাদটি শেয়ার করুন....

বরিশালে রয়েল সিটি হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করেছেন নিহত সোনিয়ার পিতা আবুল কালাম হাওলাদার।
মামলায় হাসপাতালের পরিচালক আফরোজা কাজি, জামাতপন্থী ডাক্তার রফিকুল বারী, গাইনি ডাক্তার তানিয়া আফরোজ, ডাক্তার মনিরুল আহসান, স্টাফ মিলনসহ অজ্ঞাত আরো ৩/৪ জনকে আসামী করা হয়েছে। এদিকে মঙ্গলবার দুপুরে নিহত সোনিয়ার লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেন কোতোয়ালি থানার এস আই ফিরোজ আল মামুন।
উল্লেখ্য সোমবার দুপুরে নগরীর ব্রাউন কম্পাউন্ডে অবস্থিত রয়েল সিটি হাসপাতাল থেকে মুমুর্ষ অবস্থায় সোনিয়া নামে এক রোগীকে শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বলেন রোগী অনেক আগেই মারা গেছেন বলে জানান । নিহত সোনিয়া (২৪) বিনয় কাঠী গ্রামের বাজেত হাওলাদার বাড়ির প্রবাসী সাইফুলের স্ত্রী। নিহতের ভাই বাবুল হাওলাদার জানান, গত ১ মাস ১০ দিন আগে ওই হাসপাতালে সোনিয়া সন্তান প্রসব করেন। বেশ কিছুদিন পর সোনিয়া পেটে ব্যথা অনুভব করলে গাইনি ডাক্তার তানিয়া আফরোজের সাথে টেলিফোনে যোগাযোগ করেন। তার পরামর্শ অনুযায়ী গত ২৩ এপ্রিল ওই হাসপাতালে পুণরায় ভর্তি হয় সে। সোমবার সকাল ৮টায় অপারেশনের জন্য ফের সোনিয়াকে ওটিতে নেন ডাক্তার রফিকুল বারী ও মনিরুল আহসান এবং ওই হাসপাতালের অপারেশন থিয়েটারে সোনিয়ার পেটে অস্ত্রপচার করেন ডা. তানিয়া ও তার স্বামী সার্জারি ডাক্তার মো. মনিরুল আহসান। দুপুর ১টার সময় ডাক্তার রফিকুল বারী জানান, সোনিয়ার জ্ঞান ফিরছেনা। তাকে শেরেবাংলা মেডিকেল নিয়ে যান। এদিকে নিহতের স্বজনরা সোনিয়াকে শেবাচিম হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বলেন অনেক আগেই রোগী মারা গেছে বলে তাদের জানানো হয়। শুধু তাই নয়, রয়েল সিটি হাসপাতালে সোনিয়া মারা যাওয়ার পরেও ১২ হাজার টাকার টেষ্ট করানো হয়েছে বলে জানান নিহতের স্বজনরা।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট