বরিশাল ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
স্টাফ রিপোর্টার \ গতকাল ২৯ এপ্রিল বুধবার সকাল ১১ টার দিকে জেলা সমাজসেবা অধিদফতর বরিশাল এর আয়োজনে কালিবাড়ী রোডে জেলা সমাজসেবা কার্যালয় প্রাঙ্গনে ৪৭ জন হিজড়াদের মাঝে ২ লক্ষ ৫৩ হাজার ৮০০ টাকা হিজড়া ভাতা বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। এসময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল মোঃ আল মামুন তালুকদার, প্রাবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, সমাজ সেবা অফিসার শহর সমাজসেবা কার্যালয় বরিশাল জাবির আহমেদসহ কর্মকর্তাবৃন্দ। কিছুদিন পূর্বে জেলা প্রশাসন এর পক্ষ থেকে ৫০ জন কর্মহীন খেটে-খাওয়া হিজড়াদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক।