বরিশাল ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
করোনা প্রাদুর্ভাব রুখতে দীর্ঘদিন ধরে বন্ধ আছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। এই বন্ধে এক প্রকার বেকার হয়ে পড়েছে সেখানকার দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীরা। কাজ নাই মজুরি নাই (কানামানা) এই শর্তে কর্মে নিযুক্ত হওয়ায় বিশ্ববিদ্যালয় থেকে উপার্জন বন্ধ হয়ে যায় তাদের। এমন ৭১ জন কর্মচারীকে তাদের এপ্রিল মাসের বেতন হিসেবে উপাচার্যের নিজস্ব তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করেন বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বুধবার (২৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মুহম্মদ মুহসিন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাগণ তাদের একদিনের বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।