বরিশাল ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ করোনা ভাইরাস প্রভাবে কর্মহীন তিন শতাধিক পরিবারে খাদ্য সহায়তা দিয়ে মানবতার কাজে স্ব-উদ্যোগে এগিয়ে এলেন এলাকার স্বচ্ছল ব্যক্তির। এ মানবতার উদারন সৃষ্টি করেছেন পটুয়াখালী জেলার সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের তেলিখালী গ্রামের কয়েকজন স্বচ্ছল ব্যাক্তি।
গতকাল ২৯ এপ্রিল বুধবার বেলা ১১টায় তেলিখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক দুরত্বে প্রধান অতিথি হিসাবে কর্মহীন দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা ত্রান বিতরন করেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে ত্রান বিতরন করেন জেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান মোহন।
উক্ত ত্রান বিতরনের অন্যতম উদ্যোক্তা সমন্বয়ক ছিলেন বদরপুর শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মিজানুর রহমান খোকন,
তাকে সহযোগিতা করেন জেলা যুবলীগের নেতা আবুল বাশার সোহাগ মাঝি, ৩ নং ওয়ার্ড মেম্বর আনোয়ার হোসেন মানিক, প্রধান শিক্ষক মোঃ ইউসুফ, শফিক মোল্লাসহ একদল তরুন। যারা স্ব-উদ্যোগী হয়ে আর্থিকভাবে সহযোগিতা করেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ব্যাংকার মঞ্জুরুল ইসলাম, চাকুরীজীবী রাজ্জাক মোল্লা, রাজ্জাক
জোমাদ্দার, আমেরিকা প্রবাসী আঃ রহিম, ইউসুফ হাওলাদার, ইউনুচ হাওলাদার, সিদ্দিকি হাওলাদার, হালিম মাতুব্বর, এনায়েত হোসেন মোহন, জালাল সিকদার, এড. ইউনুচ মোল্লা, নুরুল হক ফকির, শহিদুল ইসলাম, হাসান, নাসির, আলমগীরসহ আরও কতক সামর্থবান ব্যক্তি।
ত্রান বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী, সরকারের পাশাপাশি স্থানীয় সামর্থবান ব্যক্তিরা স্ব-উদ্যোগী হয়ে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন গরীব মানুষের জন্য
ত্রানের ব্যবস্থা করে বিতরন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং অর্থদাতা সংশ্লিস্ট ব্যাক্তিদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।