বরিশাল ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বরিশালের জেলাপ্রশাসকের সম্মান ক্ষুন্ন করে একটি ভিডিও ফেইস বুকে আপলোড করে বিপাকে পড়েছেন বরিশাল সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আশিকুর রহমান সুজন। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। সেখানে তিনি জেলা প্রশাসককে আহম্মক বলে মন্তব্য করেন। এ নিয়ে দলীয় নেতারাও বিব্রত হন। আজ জেলা ছাত্রলীগ তাকে দলীয় পদ থেকে সাময়িক বরখাস্তের সুপারিশ করেছে।বরিশালে জেলা ছাত্রলীগের সভপিতি হেমায়েতউদ্দিন সেরনিয়াবাত আজ এক পত্রে কেন্দ্রীয় সভাপতি সম্পাদক বরাবর সুজনকে সাময়িক বহিস্কারের জন্য সুপারিশ করেন।অহেতুক দলীয় নেতাদের প্রিয়ভাজন হতে যেয়ে এবার পদ হারাচ্ছেন উপজেলা সম্পাদক আশিকুর রহমান সুজন এটি নিশ্চিত বলা যায়।