বরিশাল ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
স্টাফ রিপোর্টার, একটু স্বস্তির সংবাদ বটে। আজ বরিশাল জেলায় নতুন করে কোনো করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়নি। গত ২৭ এপ্রিল শনাক্ত হওয়া ১ জন সহ এ জেলায় অদ্যাবধি ৩৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ জেলায় এখন পর্যন্ত ১৫ জন করোনা রোগি সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে। আক্রান্তদের মরধ্য ৯ জন চিকিৎসক, ৩ জন র্ন্স এবং একজন পরিবার পরিকল্পনা পরিদর্শক রয়েছেন।
আক্রান্তদের মধ্যে বাবুগঞ্জ উপজেলায় ১০ জন, সদর উপজেলায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ,নার্স ও শের-ই-বাংলা মেডিকেল কলেজের ছাত্রসহ ১৪ জন, গৌরনদী ও হিজলা উপজেলার প্রত্যেকটিতে ৩ জন, মেহেন্দীগঞ্জ ও বানারীপাড়া উপজেলার প্রত্যেকটিতে ২ জন, বাকেরগঞ্জ, উজিরপুর ও মুলাদী উপজেলার প্রত্যেকটিতে ১ জন সহ মোট ৩৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
এ জেলায় করোনা আক্রান্ত হয়ে গত ১২ এপ্রিল প্রথম রোগি এপ্রিল মৃত্যুবরণ করেছেন। তার বাড়ি মুলাদিতে।
উল্লেখ্য, গত ১২ এপ্রিল এ জেলায় প্রথমবারের মতো মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় ২ জন রোগীর করোনা শনাক্ত হয়।