বরিশাল ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
কাউখালী(পিরোজপুর)সংবাদদাতা।। জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও পিরোজপুর ২ আসনের সাংসদ আনোয়ার হোসেন মঞ্জু প্রতিষ্ঠিত দুস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে পিরোজপুর জেলার কাউখালী উপজেলায় পবিত্র রমজান মাসে করোনা প্রাদুর্ভাবের কারনে লকডাউনে থাকা বিভিন্ন পেশার কর্মহীন পরিবারের মাঝে দ্বিতীয় দফায় খাদ্যসামগ্রী পৌঁছে দেয়ার কার্যক্রম শুরু করেন।
কাউখালী উপজেলার ১ নং সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে উক্ত সংস্থার উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জাতীয়পার্টির জেপি সহ-সভাপতি আলহাজ্ব আবু সাঈদ মিঞা মনু, কাউখালী উপজেলা জাতীয় পার্টি জেপির সাধারণ সম্পাদক শাহ আলম নসু, স্বাগতিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এলিজা সাঈদ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন । এ সময় উপজেলা, ইউনিয়ন জাতীয় পার্টির(জেপি)র নেতৃবৃন্দ এবং ইউপি সদস্য সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।