বরিশাল ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ভোলায় ফেসবুকে প্রধানমন্ত্রী এবং সরকারকে নিয়ে কটূক্তি করে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে মোবারক আলম তানজিল (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে শহরের উকিল পাড়ায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, মোবারক আলম তানজিল তার ফেসবুকে গতকাল প্রধানমন্ত্রী এবং সরকারকে নিয়ে কটূক্তি করে স্ট্যাটাস দেন। এটি ছড়িয়ে পরলে অনেকেই তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায়। পরে বিষয়টি ভোলা জেলা প্রশাসনের দৃষ্টিগোচর হয়।রাতেই ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি ফোন জব্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম। তিনি বলেন, ‘এ ঘটনায় গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।’