বরিশাল ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
স্টাফ রিপোর্টার / বরিশালের গৌরনদী উপজেলার বাংগিলা গ্রামে সেলিম সরদার (৪৫) নামে এক ব্যক্তি বজ্রপাতে নিহত হয়েছেন। নিহত সেলিম ওই গ্রামের মৃত সরব আলী সরদারের পুত্র।
বার্থী ইউপি সদস্য লাভলু খান জানান, শুক্রবার দুপুরে বৃস্টি শুরু হলে মাঠে গরু আনতে যায় সেলিম। এসময় বজ্রপাতে সে গুরুতর আহত হয়। তাৎক্ষনিক তাকে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সেলিমকে মৃত বলে ঘোষণা করেন। উল্লেখ্য নিহত সেলিম ঢাকায় একটি কোম্পানিতে ড্রাইভার হিসেবে কর্মরত ছিলো। করোনা ভাইরাস শুরু হওয়ার পর থেকে সে বাড়িতেই অবস্থান করছিলো।