বরিশাল ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
অনলাইন ডেস্ক।। প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে এবং তারা সবাই ঢাকার বাসিন্দা। আর এ সময়ের মধ্যে মোট আক্রান্ত হয়েছেন ৫৫২ জন এবং সুস্থ হয়েছেন তিনজন।
আজ শনিবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে পাঁচজন। তাদের মধ্যে তিনজন পুরুষ, দুজন নারী এবং তারা সবাই ঢাকার অধিবাসী। আমাদের এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ১৭৫ জনে।’
অধ্যাপক নাসিমা বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করেছি ৬ হাজার ১৯৩টি, যা গত দিনের তুলনায় ৩ দশমিক ৯৪ শতাংশ বেশি। নমুনা পরীক্ষা করেছি ৫ হাজার ৮২৭টি, যা গত ২৪ ঘণ্টার চেয়ে ৪ দশমিক ৫৬ শতাংশ বেশি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৭৬ হাজার ৬৬টি। নতুন এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ৫৫২ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৮ হাজার ৭৯০ জন।’
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আরও বলেন, ‘হাসপাতালে ভর্তিকৃত রোগীদের মধ্যে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে তিনজন। এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে ১৭৭ জন। তবে বাড়িতে থেকে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের আপডেটটা আমাদের এখানে নেই।’
এর আগে গতকাল শুক্রবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ৫৭১ জন, মৃত্যু হয় দুজনের। তার আগের দিন বৃহস্পতিবার শনাক্ত হয় ৫৬৪ জন, মারা যায় ৫ জন।
বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে।