বরিশাল ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নিশান বাড়িয়া লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে ৬৫ হাজার পিস ইয়াবা ওনগদ
দুই লক্ষ ৩০ হাজার টাকাসহ এক নারীসহ ৮ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। এসময় একটি মাছধরা ট্রলার এবং একটি মোটর সাইকেলও
জব্দ করা হয়।
র্যাব ৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার দুপুরে ধানখালী ইউনিয়নের নিশান বাড়ীয়া লঞ্চঘাট এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী বাবুল মৃধা (৪৫), হাসিনা (২২), মোঃ ইউসুফ আলী
(২৭), মোঃ সালাম (২৭), মোঃ নূর আলম (২৬), মোঃ ইউছুপ (২৬), শাহজাদা (২৪), মোঃ জামাল (২৪)কে আটক করা হয়।
এসময় আটককৃত আসামীদের দেয়া তথ্য মতে একটি মাছ ধরা ট্রলার জব্দ করে তাতে তল্লাশি
চালিয়ে ৬৫ হাজার পিস ইয়াবা, নগদ ২ লক্ষ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। এসময় তাদের ব্যাবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় আসামী বাবুল মৃধা ও তার স্ত্রী হাসিনা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা কক্সবাজার থেকে বিভিন্ন সময় মাছ ধরার ট্রলারে কৌশলে ইয়াবা পাচার করে। আসামী বাবুল মৃধার বিরুদ্ধে চাঁদপুর, পটুয়াখালী ও বরগুনা জেলার বিভিন্ন থানায় প্রায় অর্ধ ডজন মাদক মামলা রয়েছে। আটককৃত আসমীদেরকে উদ্ধারকৃত
ইয়াবাসহ পটুয়াখালী জেলার কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে র্যাব বাদী হয়ে পটুয়াখালী জেলার কলাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করে। আসামীদের দুজনের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় এবং বাকি ৬
জনের বাড়ি পার্শ্ববর্তী বরগুনা জেলার বিভিন্ন উপজেলায়।