বরিশাল ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বরিশালের আগৈলঝাড়ায় জমিতে ধান কাটতে গিয়ে শনিবার দুপুরে শাহীন খান নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। করোনা সন্দেহে মৃত শ্রমিক শাহীনের নমুনা সংগ্রহ করে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মৃত শাহীন খান রাজবাড়ী জেলার পাংশা থানার কাচারীপাড়া ইউনিয়নের চরদিঘুরি গ্রামের সলিম খানের ছেলে।
হাসপাতাল ও শাহীনের সাথে আসা অন্য শ্রমিকেরা জানান, অন্যান্য দিনের মতো তারা শনিবারও মাঠে ধান কাটছিলেন। ধান কাটা শেষে দুপরে ওই ধানের আটি বেঁধে বাড়িতে নিয়ে যাবার সময় আকস্মিক মাটিতে পরে যান শাহীন। শাহীনের সাথে থাকা অপর লোকজন তাকে উদ্ধার করে উপজেলা হাসাপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. আল-আমীন শাহীনকে মৃত ঘোষণা করেন। ডা. আল-আমীন জানান, করোনা সন্দেহে মৃত শাহীন খানের নমুনা সংগ্রহ করে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।