বরিশাল ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শামীম আহমেদ ॥ বরিশালে আইডিইবি’র ৪৯তম প্রতিষ্ঠাতা বার্ষিকী ও গণ প্রকৌশল দিবস-১৯ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১২টায় নগরীর ক্লাব রোডস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স (আইডিইবি) বরিশাল জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়। আইডিইবি’র বরিশাল জেলা শাখার সভাপতি মুক্তিযুদ্ধা হারুর অর রসিদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান, বরিশাল বিসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইসরাইল হোসেন।
এর পর্বে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বেলুন ফেস্টুন উড়িয়ে প্রধান অতিথি বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দূল্লাহর পক্ষে উদ্ধোধন করেন বিসিসি ১ নং প্যানেল মেয়র গাজী নইমুল হোসেন লিটু। পরে ক্লাব রোড থেকে এক বণ্যাঢ্য র্যালি বেড় হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ক্লাব রোড কার্যলয়ে এসে শেষ করে।