বরিশাল ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
উজিরপুর প্রতিনিধি: কুয়েত প্রবাসী নাইমুর রহমান নিজ এলাকা বরিশাল জেলার উজিরপুরের বরাকোঠার বিভিন্ন গ্রামে করোনার কারনে কর্মহীন হয়ে পরা অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন। তিনি কুয়েত অবস্থান করেও নিজের স্বজনদের মাধ্যমে গ্রামের দরিদ্র অসহায় মানুষগুলোর হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন। তার এ মহতি উদ্যোগের
কারনে ওই ইউনিয়নের প্রায় ২শত পরিবারের মুখে হাসি ফুটেছে।
নাইমুর রহমান তার দাদা বরাকোঠা ইউনিয়নের প্রয়ত ইউপি সদেস্য ওহাব মেম্বর ফাউন্ডেশনের ব্যানারে গত ৩দিন ধরে চাল ,ডাল, তৈল, লবন সহ নানা প্রকার খাদ্য সামগ্রী বিতারন করেন। তবে ত্রান সামগ্রী নেয়া ব্যাক্তি বা পরিবারের ছবি প্রকাশ করবেন বলে জানান। তার এ মহতি উদ্যোগকে
সাধুবাদ জানিয়েছেন গ্রামবাসী ও সাধারন মানুষ।
নাইমুর রহমান জানিয়েছেন প্রবাসে কষ্টের জীবনে আয়করা অর্থ বা টাকা এলাকার মানুষের দু:সমায়ে ব্যায় করতে পেরে নিজেকে গর্বিত মনে করছেন। তার এ চেষ্টা ভবিষ্যাতেও অব্যাহত থাকবে।