বরগুনায় ক‌রোনা আক্রান্ত সেই প‌রিবা‌রের পা‌শে জেলা প্রশাসন - The Barisal

বরগুনায় ক‌রোনা আক্রান্ত সেই প‌রিবা‌রের পা‌শে জেলা প্রশাসন

  • আপডেট টাইম : মে ০৩ ২০২০, ২১:৪২
  • 743 বার পঠিত
বরগুনায় ক‌রোনা আক্রান্ত সেই  প‌রিবা‌রের পা‌শে জেলা প্রশাসন
সংবাদটি শেয়ার করুন....

বরগুনা প্রতিনিধি : করোনা আক্রান্ত হয়ে বাবা ভর্তি রয়েছেন বরগুনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে। অন্যদিকে করোনা আক্রান্ত হয়ে দুই শিশুসহ মা চিকিৎসা নিচ্ছেন বাসায় থেকে। জীবনের এমন ঘোর বিপদে ভীতসন্ত্রস্থ হয়ে পড়েছে আক্রান্ত দুই শিশু। ভীত সন্ত্রস্থ বাবা-মাও। এমন দুঃসময়ে আজ রবিবার বিকালে বরগুনা জেলা প্রশাসনের পক্ষ থেকে করোনাক্রান্ত ওই পরিবারের সদস্যদের জন্য পাঠানো হয় শিশুখাদ্যসহ পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্য এবং বিভিন্ন উপহারসামগ্রী।
এ সময় বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর পক্ষ থেকে পরিবারের সকল সদস্যকে সাহস দেওয়া হয়। যেকোন পরিস্থিতিতে ওই পরিবারের পাশে জেলা প্রশাসন রয়েছে বলে আশ্বাস দেওয়া হয়।
জানা যায়, বরগুনা জেনারেল হাসপাতাল থেকে মোবাইল ফোনের মাধ্যমে বা সরাসরি সে বাসায় উপস্থিত হয়ে চিকিৎসা দিচ্ছেন বরগুনা জেনারেল হাসপাতালের চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীরা।
বরগুনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিট ইনচার্জ শাহনাজ পারভিন বলেন, ওই পরিবারের গৃহকর্তা বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি আছেন। তিনি অনেকটাই সুস্থের দিকে। দুইবারই তাঁর ফলোআপ টেস্টে নেগেটিভ এসেছে। আশা করি দুই একদিনে তিনি ছাড়পত্র পাবেন। তবে ওই পরিবারের দুই শিশুসহ মায়ের ফলোআপ টেস্টের ফলাফল এখনও পাওয়া যায়নি।
এ বিষয়ে বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, আক্রান্ত পরিবারের আশেপাশের পরিবারসমূহকে সচেতন করা হয়েছে যাতে তাঁরা যথাযথ স্বাস্থবিধি মেনে চলেন এবং আক্রান্ত পরিবারের প্রতি সংবেদনশীল থাকেন। তিনি আরে বলেন, বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীদের সুস্থ হয়ে ওঠার পরিসংখ্যান সন্তোষজনক। শতকরা ১০০ জনই এখানে সুস্থ হয়ে যাচ্ছেন। সে হিসেবে আমরা আশাবাদী। বরগুনায় করোনা হয়ত খুব বেশি ক্ষতি সাধন করতে পারবে না।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট