বরিশাল ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ডিলার ও ট্যাগ অফিসারকে লাঞ্ছিত করার ঘটনায় মুখোমুখি অবস্থানে চলে এসেছে ডিলার , ট্যাগ অফিসারদের সাথে আইনজীবিরা। টিসিবির ডিলারের ব্যবসার ক্ষতি ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেটকে বরিশাল ছাড়া করার হুমকি প্রদানের অভিযোগ উঠেছে। এ ঘটনায় টিসিবি বরিশাল শাখার ডিলার মোঃ মশিউর রহমান কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
বিষয়টি টিসিবি’র ডিলার মোঃ মশিউর রহমান মোবাইল ফোনে এবং জেলা প্রশাসনের মিডিয়া সেলে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রাজিব আহমেদ নিশ্চিত করেছেন।
অপরদিকে আইনজীবী অ্যাডভোকেট রবিউল ইসলাম রিপনকে দেয়া সাত দিনের কারাদণ্ডের আদেশ নির্বাহী আদেশে স্থগিত করে শিগগিরই মুক্তি প্রদান এবং মোবাইল কোর্টের ক্ষমতার অপব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীকে লিগ্যাল নোটিশ দিয়েছেন একজন আইনজীবী। আজ রোববার ইমেল ও কুরিয়ারের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীকে এ নোটিশ পাঠিয়েছেন আইনজীবীদের সংগঠন ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান এডভোকেট এস এম জুলফিকার আলী জুনু।
শনিবার (২ মে) টিসিবি ডিলার ও ট্যাগ অফিসারের সাথে অসোভন আচরণ ও লাঞ্ছিত করার ঘটনায় ভ্রাম্যমান আদালত রবিউল ইসলাম রিপন নামের একজন আইনজীবিকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। বরিশালের একটি অনলাইন দাবি করেছে রোববার (০৩ মে) তাকে জামিন দেয়া হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রাজিব আহমেদ।
এদিকে ডিলার মশিউর রহমানের করা সাধারণ ডায়েরি সূত্রে জানাগেছে, এ ঘটনার পরের দিন ৩ মে বিকেল ৫ টা ৪ মিনিটে বাসায় অবস্থানকালে একটি মোবাইল নম্বর থেকে ডিলার মশিউর রহমানের ফোনে পরিচয় গোপন করে এক ব্যক্তি কল করেন এবং ট্যাগ অফিসারের মোবাইল নম্বর চায়। ডিলার ট্যাগ অফিসারের মোবাইল নম্বর কেন দিবেন জানতে চাইলে অজ্ঞাতনামা ওই ব্যক্তি ডিলারের ট্যাগ অফিসার ও ২ মে ঘটনার সময় উপস্থিত নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নাজমুল হুদা’র নামে অশ্রাভ্য ভাষায় গালাগাল করে। এছাড়া ডিলারের ব্যবসার বারোটা বাজানো এবং ম্যাজিষ্ট্রেটকে বরিশাল ছাড়া করার হুমকি দেয় অজ্ঞাত ওই ব্যক্তি।