বরিশাল ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
অনলাইন ডেস্ক॥ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে (২২) এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (০৩ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়। তার বাড়ি বরিশাল নগরের পলাশপুর এলাকায়।
হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বরিশাল: বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে (২২) এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (০৩ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়। তার বাড়ি বরিশাল নগরের পলাশপুর এলাকায়। হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই যুবক এক বছর ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। গত শুক্রবার রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাকে করোনা ওয়ার্ডে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।
এদিকে ওই যুবক করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা জানতে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন। তিনি জানান, ওই যুবক এক বছর ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। গত শুক্রবার রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাকে করোনা ওয়ার্ডে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।