বরিশাল ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
এ এস সিফাত।। বরিশালে সরোয়ারের উদ্যোগে রিক্সা ও ভ্যান চালকদের মাঝে শ্রমিকদলের ত্রাণ বিতরণ করা হয়েছে।
প্রাণঘাতী করোনাভাইরাস দুর্যোগ মোকাবেলায় বিএনপি’র চেয়ারপার্সন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনা অনুযায়ী রবিবার সকাল থেকে বরিশাল নগরীর বিভিন্ন স্থানে রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের জন্য বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের ব্যক্তিগত ও আর্থিক সহায়তায় ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়।
রবিবার সকাল থেকে নগরীর বিভিন্ন স্থানে জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতৃবৃন্দ রিক্সা ভ্যান চালক শ্রমিকদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন। এ সময়ে জাতীয়তাবাদী শ্রমিক দল বরিশাল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।