বরিশাল ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
আজ ৪ মে দুপুর ২ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ফরচুন সুজ বিসিক শিল্পনগরী বরিশালের পক্ষ থেকে করোনা পরিস্থিতি মোকাবেলায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পিপিইসহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী প্রদান করেন। জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান এ সুরক্ষা সামগ্রী শেবাচিম হাসপাতাল কতৃপক্ষের কাছে হস্তান্তর করেন।এ সময় শেবাচিমের পক্ষ থেকে তাদের প্রতিনিধি এসব উপকরণ গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল শহিদুল ইসলাম, ফরচুন সুজ লিঃ এর প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মিজানুর রহমানসহ আরো অনেকে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবায় নিয়োজিত ব্যক্তিদের জন্য সুরক্ষা সামগ্রী N-95 মাস্ক ২০০ টি, পিপিই ২০০টি, হেড কভার ২০০ টি, সার্জিক্যাল মাস্ক ১০০০ পিস সহ অন্যান্য সুরক্ষা সামগ্রী।