বরিশাল ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
স্টাফ রিপোর্টার/ গত ২ মে থেকে ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে গেছেন কলেজের অধ্যক্ষ ডাঃ অসীত ভূষন দাস। শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে একারণে নাক কান গলা বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ এস এম সরোয়ারকে সাময়িক সময়ের জন্য দায়িত্ব দেয়া হয়েছে।
গত শনিবার থেকে কলেজের অধ্যক্ষ’র দায়িত্ব পালন করছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন ডাঃ এস এম সরোয়ার।জানা গেছে, অধ্যক্ষর পরিবারের এক নারী সদস্যর নমুনা সংগ্রহ করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য প্রেরণ করা হয়। ওই নমুনার ফলাফলে করোনা পজেটিভ আসলে অধ্যক্ষ নিয়মানুযায়ী হোম কোয়ারেন্টাইনে চলে যান।
যদিও এ বিষয়ে কেউ আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি।