বরিশাল ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া বাবুগঞ্জের ব্রাহ্মণদিয়া গ্রামের কৃষক জাহাঙ্গীর হোসেন হাওলাদারের ছেলে সাব্বির হোসেনের (২০) শরীরে এবার করোনা সংক্রমণ ধরা পড়েছে। সোমবার রাতে তার মেডিকেল রিপোর্টে কোভিড-১৯ পজেটিভ আসলে আজ মঙ্গলবার তাদের বাড়িসহ আশেপাশে কয়েকটি বাড়ি লকডাউন করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও থানা পুলিশের একটি যৌথ দল। ৩ দিন ধরে প্রচন্ড জ্বরের সঙ্গে পাতলা পায়খানা এবং শরীর ব্যথার উপসর্গ নিয়ে গত ১ মে শেষরাতে বাড়িতেই মারা যান জাহাঙ্গীরনগর ইউনিয়নের ব্রাহ্মণদিয়া গ্রামের মৃত আবদুল খালেক মাস্টারের ছেলে কৃষক জাহাঙ্গীর হোসেন হাওলাদার (৫০)।
এ নিয়ে বরিশাল টাইমস অনলাইনে সংবাদ প্রকাশ হলে তড়িঘড়ি করে মৃতের স্বজন ও স্থানীয়রা করোনা উপসর্গ গোপন রেখেই স্বাভাবিক নিয়মে তাকে জানাজা ও দাফন করেন। তবে প্রকাশিত ওই সংবাদের সূত্র ধরে ২ মে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি চিকিৎসক দল তাদের বাড়িতে গিয়ে মৃত কৃষকের স্ত্রী ও ছেলে সাব্বিরসহ মোট ৬ জনের নমুনা সংগ্রহ করেন। এরমধ্যে সাব্বির হোসেনের দেহে করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ সুভাষ সরকার।পজেটিভ রিপোর্ট আসায় মঙ্গলবার সকালে আমরা পুলিশের সহায়তায় তাদের বাড়ি লকডাউন করি। তবে করোনা শনাক্ত হওয়া সাব্বির হোসেনের শরীরে সংক্রমণের সামান্যতম লক্ষণ না থাকায় তাকে বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছে।’