বরিশাল ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
জাতীয় সংসদের সাবেক হুইপ বিএনপি নেতা সৈয়দ শহিদুল হক জামালকে এক সপ্তাহের মধ্যে বরিশালের বিশেষ জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তবে শহিদুল হক জামাল জামিনের আবেদন করলে সে আবেদন বিবেচনা করতে বলা হয়েছে সংশ্লিষ্ট আদালতকে। একইসঙ্গে দুর্নীতি দমন কমিশনের(দুদক) মামলা থেকে শহিদুল হক জামালকে অব্যাহতি দেওয়ার আদেশ কেন বাতিল করা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন।
বরিশাল জজ আদালত থেকে দুদকের মামলায় শহিদুল হক জামালকে অব্যাহতির আদেশের বিরুদ্ধে দুদকের করা আবেদনে এ আদেশ দেন হাইকোর্ট। দুদকের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।
২০০৬-২০০৭ অর্থবছরে ঈদের আগে দুঃস্থদের জন্য বরাদ্দ করা ১০ টন চাল গরিবদের মধ্যে বিতরণ না করে আত্মসাৎ করার অভিযোগে ২০০৯ সালে ২৫ জুন বরিশালের বানারীপাড়া থানায় পৃথক ২০টি মামলা করে। এর মধ্যে একটি মামলায় তদন্ত শেষে ২০১২ সালের পহেলা আগস্ট শহিদুল হক জামালের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। এ মামলায় গত ২৩ সেপ্টেম্বর শহিদুল হক জামালকে অব্যাহতি দিয়ে আদেশ দেয় বরিশালের বিভাগীয় বিশেষ জজ আদালত। এ আদেশের বিরুদ্ধে দুদক হাইকোর্টে আবেদন করে।